![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252F3ad5d173-e8e1-4f20-b437-bf60dca0575b%252FWhatsApp_Image_2023_06_12_at_12_51_33_PM__2_.jpeg%3Frect%3D0%252C0%252C1280%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
রশিদ না থাকলেও ম্যাচ জেতানোর বোলার আছে
প্রশ্নটার জন্য হয়তো প্রস্তুতই ছিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে আফগানরা। কিন্তু সে দলে নেই আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’ রশিদ খান। পিঠের চোটের কারণে তাঁকে ১৪ জুন শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রশিদকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতেন শহীদি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে শহীদিও রশিদের না থাকার প্রশ্নে প্রত্যাশিত উত্তরই দিলেন, ‘একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে, সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশা আল্লাহ।’