কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যালার্জিতে ভুগছেন কি না বুঝে নিন লক্ষণে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৪:১৪

অ্যালার্জির সমস্যায় অনেকেই ভোগেন, তবে কারও কারও এটি গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে দীর্ঘদিন ধরে অ্যালার্জিতে ভুগলে তা এক সময় অ্যানাফিল্যাক্সিস, হাঁপানি, সাইনোসাইটিস, কান বা ফুসফুসের সংক্রমণের কারণ হতে পারে।


অ্যালার্জিতে যারা ভোগেন তাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে, যা একটি নির্দিষ্ট অ্যালার্জেনকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে। এক্ষেত্রে অ্যালার্জেনের সংস্পর্শে আসলে ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া পড়ে ত্বক, সাইনাস, শ্বাসনালি বা পাচনতন্ত্রে।


কোন কোন উপাদান অ্যালার্জি সৃষ্টি করে?


>> বায়ুবাহিত অ্যালার্জেন, যেমন- পরাগ, প্রাণীর খুশকি, ধুলো মাইট ও ছাঁচ।
>> কিছু খাবার, বিশেষ করে- চিনাবাদাম, গাছের বাদাম, গম, সয়া, মাছ, শেলফিশ, ডিম ও দুধ।
>> পোকামাকড়ের হুল, যেমন- মৌমাছি বা ওয়াপ থেকে।
>> ওষুধ, বিশেষ করে- পেনিসিলিন বা পেনিসিলিন-ভিত্তিক অ্যান্টিবায়োটিক।
>> ল্যাটেক্স বা অন্যান্য পদার্থ স্পর্শ করলেও ত্বকে অ্যালার্জি সৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও