মেসিকে না পেয়ে নেইমারকে চাচ্ছে আল হিলাল

সমকাল প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৩:৩১

সৌদি আরবের ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে মৌসুমে ৫০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে সাড়া না দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে না পেয়ে এবার নেইমারকে চাচ্ছে সৌদির ক্লাব আল হিলাল। 


নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির ব্যাপারে কথা বলতে শুক্রবার আল হিলাল তাদের প্রতিনিধিদের প্যারিসে পাঠায়। সিবিএস স্পোর্টসের বরাত দিয়ে গোল ডটকম জানায়, গত ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়া রোনালদোর সমান ২০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতনে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি করতে চায় ক্লাবটি। 


তবে নেইমারের বিষয়টি মেসির মত হবে না। কারণ পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেসি 'ফ্রি এজেন্ট' হয়ে গিয়েছিলেন। তাই মেসিকে পেতে কোনো ট্রান্সফার ফির প্রয়োজন ছিল না। কিন্তু নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত। এ কারণে ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও