আমাদের দেশের প্রত্যেক মেয়ের পূর্ণিমার মতো হওয়া উচিত : নিদ্রা নেহা
‘আন্তঃনগর’ দিয়ে অভিনয়ে অভিষেক। চরকিতে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গত শনিবার ‘বিনোদন’–এর সঙ্গে কথা বলেন নিদ্রা নেহা।
অনেক দিন ধরেই বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। অভিনয় শুরু করতে এত দেরি কেন?
নিদ্রা নেহা: সিনেমা দিয়ে শুরু করেছি। নাটকের অনেক প্রস্তাব পেয়েছি, ওটিটির প্রস্তাবও পেয়েছিলাম। কোনোটির চিত্রনাট্য পছন্দ হয়নি, কোনোটি অন্য নানা কারণে হয়নি। প্রধান চরিত্রেই অভিনয় করতে হবে, এমন কোনো কথা নেই। আমার কাছে চিত্রনাট্য, নিজের চরিত্রের বিষয়টা গুরুত্বপূর্ণ।
‘আন্তঃনগর’-এর পূর্ণিমা হতে রাজি হলেন কেন?
নিদ্রা নেহা: চিত্রনাট্য পছন্দ হলো, গৌতম (কৈরি)দারও আমাকে পছন্দ হলো। আমার মনে হয়, আমাদের দেশের প্রত্যেক মেয়ের পূর্ণিমার মতো হওয়া উচিত। ছবিতে ওর সঙ্গে যে ঘটনা ঘটে, এ পরিস্থিতিতে দেশের অনেক মেয়েই মুখ খুলতে পারে না। কিন্তু পূর্ণিমা প্রতিশোধ নেয়, প্রত্যেক মেয়ের মধ্যে এই স্পৃহা থাকা উচিত।
অভিনয়ে আসার আগে বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছেন?
নিদ্রা নেহা: সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবে চেষ্টা করতাম, আগে মুক্তি পাওয়া কাজগুলোয় (বিজ্ঞাপনচিত্র) নিজের দুর্বলতা বিশ্লেষণ করতে। আগের কাজের চেয়ে সব সময় ভালো করতে চেয়েছি। এভাবে এগোতে এগোতে একটা সময় মনে হলো, আমি প্রস্তুত।
- ট্যাগ:
- বিনোদন
- অভিষেক
- অভিনয়
- ওয়েব সিরিজ
- নিদ্রা দে নেহা