জাতীয় চিড়িয়াখানায় ব্যবস্থাপনা কতটা নাজুক হয়ে পড়েছে, তার একটা দৃষ্টান্ত হয়ে থাকল গত বৃহস্পতিবারের ভয়াবহ ঘটনাটি। মা-বাবার সঙ্গে চিড়িয়াখানার পশুপাখি দেখতে গিয়ে হায়েনার কামড়ে মারাত্মকভাবে আহত হয়েছে দুই বছরের শিশু সাইফ। শিশুটি শঙ্কামুক্ত হলেও ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ স্বাভাবিক পরিস্থিতিতে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে হায়েনার মতো হিংস্র একটি প্রাণীর খাঁচার একেবারে কাছে শিশুটির যাওয়ার কোনো সুযোগই নেই।
প্রথম আলোর খবর জানাচ্ছে, গত বৃহস্পতিবার সকালে মা-বাবার সঙ্গে ঘুরতে যাওয়া শিশু সাইফ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়েনার খাঁচার কাছে চলে গিয়েছিল। তার ছোট্ট হাতের আঙুল খাঁচার নেটের ভেতরে ঢুকতেই হায়েনা কামড়ে ধরে। হাত বাঁচাতে টানাটানি চললেও একপর্যায়ে শিশুটির কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত শিশুটিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। সেখানে এখন শিশুটির চিকিৎসা চলছে।
- ট্যাগ:
- মতামত
- শিশু
- চিড়িয়াখানা