নির্বাচনী কাজে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

বাংলা নিউজ ২৪ বরিশাল প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২১:৩৮

বরিশাল সিটি নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় এক ওয়ার্ড বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে।


রোববার (১১ জুন) বরিশালের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মজনু বেপারীকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন।


তিনি বলেন, প্রহসনের নির্বাচনে দলীয় সিদ্বান্ত উপেক্ষা নির্বাচনী কার্যক্রম অংশ নিয়েছেন মজনু বেপারী। এ জন্য গত ৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের কোনো জবাব না দিয়ে অসদাচরণ করেছেন তিনি।


তার নির্বাচনে অংশগ্রহণের সিদ্বান্ত গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা। তাই বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে মজনু বেপারীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জাহিদুর রহমান রিপন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও