You have reached your daily news limit

Please log in to continue


এখনই তামিমের বিকল্প ভাবছেন না নির্বাচকরা

প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগের দিন জানিয়েছিলেন, তামিম ইকবালের পুরোনো ব্যথা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সেটা খুব গুরুতর নয়। ঔষধে কমে যাচ্ছে। তাই তেমন চিন্তার কারণ নেই।

কিন্তু আজ রোববার শেরে বাংলা লাগোয়া ইনডোরের নেটে তামিমকে দেখে খানিক সংশয় অনেকের মনেই। নেটে ব্যাটিং করতে গিয়ে বারকয়েক কোমড় আর পিঠে হাত দিলেন তামিম। দূর থেকে দেখে মনে হলো, ব্যথা অনুভব করছেন।

তাই আজ টিম বাংলাদেশের প্র্যাকটিস কভার করতে যাওয়া সাংবাদিকদের মনে জেগেছে প্রশ্ন, তামিম কি এ অবস্থায় আফগানিস্তানের সাথে টেস্ট খেলতে পারবেন?

নেটে অল্প সময়ের ব্যাটিংয়ে যখন অস্বস্তি বোধ করছেন, তখন ৫ দিনের টেস্টে বেশি ও লম্বা সময় ব্যাটিং করবেন কিভাবে? তখন যদি সমস্যা আরও বাড়ে, তাহলে কী হবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন