চিনি-পেঁয়াজে অস্থিরতা কাটেনি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৫:৪৩
‘চিনি বিক্রি করি না। কোম্পানি মাল দেয় না, উল্টাপাল্টা, মর্জি মতো দাম রাখে। কাস্টমারের সঙ্গে ঝামেলা হয়।’
চিনি বিক্রি না করার কারণ জানতে চাইলে এমনটাই জানালেন রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের ব্যবসায়ী আবদুল আজিজ।
রোববার (১১ জুন) হাতিরপুল বাজারে একাধিক দোকানে মেলেনি চিনির হদিস। আমদানি করা ভারতীয় পেঁয়াজও নেই বেশিরভাগ দোকানে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর আদার দাম ঘুরপাক খাচ্ছে ৩০০-৩৫০ টাকায়।
কিছু দোকানে চিনি মিললেও তা সরকার নির্ধারিত দামের চেয়ে ৫-১০ টাকা বেশি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- অস্থিরতা
- চিনির দাম