'ম্যাসিভ হার্ট অ্যাটাক কমাতে ব্যাপক জনসচেতনতা দরকার'

সমকাল প্রকাশিত: ১০ জুন ২০২৩, ২০:৩১

'দেশে হৃদরোগের প্রকোপ বেড়েই চলেছে। এর মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাক জলন্ত ইস্যু হিসেবে দেখা দিয়েছে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে ৩২ শতাংশ রোগী হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করে থাকে। এমন প্রেক্ষিতে প্রকট (একুটইট) হার্ট অ্যাটাকের রোগী যত দ্রুত হাসপাতালে এনে আধুনিক চিকিৎসা (প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) গ্রহণ করবে তত মৃত্যু ঝুঁকি কমে আসবে। তবে সুচিকিৎসার পাশাপাশি সার্বিক জনসচেতনতা তৈরি ছাড়া হার্ট অ্যাটাক কমিয়ে আনা সম্ভব নয়। এ কারণে গণমাধ্যম, জনপ্রতিনিধি, নীতি-প্রণেতাসহ সমাজের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ বাড়াতে হবে। একইসঙ্গে শহর থেকে গ্রামে সর্বত্র আধুনিক চিকিৎসার সুবিধাদি বিস্তৃত করতে হবে।’


গত ৮-৯ জুন রাজধানীর হোটেল সোনারগাঁও-এ সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত ‘এসসিএআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক সায়েন্টিফিক সম্মেলনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকেরা এ কথা বলেন। এই সম্মেলনের প্রধান সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও