সংকট কাটছে শ্রীলঙ্কার, তুলে নিচ্ছে আমদানি বিধিনিষেধ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুন ২০২৩, ১৭:৫৯
অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাই ২৮৬টি পণ্যের ওপর দেওয়া আমদানি বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। শনিবার (১০ জুন) শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত বছর তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি। এর অন্যতম কারণ ছিল ডলার সংকট। সে সময় সংকট কাটাতে কয়েক হাজার পণ্যের ওপর আমদানি বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রায় তিন বিলিয়ন ডলার বেইল আউট পাওয়ার পরই মূলত ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। একই সঙ্গে বাড়তে শুরু করেছ বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দেউলিয়া
- ঘুরে দাঁড়ানো
- ডলার সংকট