'আম পাতা জোড়া জোড়া', রোজ খেলেই সাঙ্গ হবে রোগ-বিরেতের বিড়াম্বনা!
eisamay.com
প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ১০:০৫
গ্রীষ্মের দাবদাহকে বুড়ো আঙুল দেখিয়ে রসিয়ে আম খাওয়ায় আমাদের কোনও জুড়ি নেই। এই সময়ে হিমসাগর, ল্যাংরা বা গোলাপখাসের অনন্য স্বাদের লোভ সামলানো সত্যিই সম্ভব নয়। তাই সুযোগ পেলেই আম গলাধঃকরণ চলছে। এমনকী ডায়াবিটিস রোগীরাও পরিবারের সদস্যদের লুকিয়ে-চুরিয়ে এক-আধটা আম মুখে পুরে নিচ্ছেন। আর এই কারণেই তাঁদের সুগার বাড়ছে তরতরিয়ে।
তবে আজকের আলোচনা আম নিয়ে নয়, বরং আমের পাতা নিয়ে। আমের পাশাপাশি এর পাতাও যে একবারেই ফেলনা নয়, এটাও সকলের মনে রাখা দরকার। এক্ষেত্রে প্রাচীন আয়ুর্বেদ ও চিনা চিকিৎসা শাস্ত্রে এর নানাবিধ ব্যবহার রয়েছে। এই দুই চিকিৎশাস্ত্রের বিশেষজ্ঞদের মতানুযায়ী, আমের পাতা হল এক মহৌষধি। এতে এমন কিছু অত্যন্ত উপকারী উপাদান রয়েছে যা বিভিন্ন জটিল অসুখ থেকে পিছু ছাড়াতে পারে। এমনকী বহু ক্রনিক রোগ নিয়ন্ত্রণেও এর জুড়়ি মেলা ভার।