![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/100846428/5-tips-to-increase-concentration-levels-in-kids-100846428.jpg?imgsize=48266&width=700&height=525&resizemode=75)
সন্তানকে মনোযোগী করে তুলুন এই ৫ টোটকায়! পড়াশোনা থেকে খেলাধূলা, ছোট্ট সোনা সাফল্য পাবে অবলীলায়
সফল মানুষের মধ্যে একটা গুণ আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। আর তা হল, এনাদের সকলের মনোযোগ ক্ষমতা আকাশছোঁয়া। তাঁরা যে কোনও কাজে একবার মন দিলে মন্ত্রমুগ্ধের মতো তার ভিতরে প্রবেশ করে যেতে পারেন। এটাই তাঁদের ইউএসপি। আর এই গুণ আপনি রামানুজন, আইনস্টাইন থেকে শুরু করে বিরাট কোহলি, লিওনেল মেসি সহ সকলের মধ্যেই খুঁজে পাবেন। এটাই তাঁদের সাফল্যের রহস্য। তাই নিজের সন্তানকেও যদি সেরাদের তালিকায় স্থান করে দিতে চান, তাহলে ছোট বয়স থেকেই তার মনোযোগ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিন।
কিন্তু দুঃখের বিষয় হল, অধিকাংশ বাবা-মা-ই এই বিষয়টার দিকে তেমন একটা নজর দেন না। বরং এর বদলে তাঁরা সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে, ভালো টিচার দিতে বেশি উৎসাহী। তবে একটা কথা জেনে রাখুন বন্ধু, সন্তানের অ্যাটেনশন পাওয়ার না বাড়লে কিন্তু সে পড়াশোনাতে কোনওভাবেই উন্নতি করতে পারবে না। আপনার সব চেষ্টাই বিফলে যাবে। তাই এই কয়েকটি সহজ কৌশলে বাচ্চার মনোযোগ ক্ষমতা বাড়িয়ে তুলতে দেরি করবেন না যেন!
- ট্যাগ:
- লাইফ
- মনোযোগ
- শিশুর যত্ন
- মনোযোগী