কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্থানান্তরের কথা শুনতে নারাজ কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

বিডি নিউজ ২৪ কারওয়ান বাজার প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ২২:০৯

কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার আহ্বান জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তবে ব্যবসায়ীরা কোনো অবস্থায়ই ওই স্থান ছাড়তে চান না।


এরপর মেয়র ব্যবসায়ীদের কাছে প্রশ্ন রাখলেন, ঝুঁকিপূর্ণ এসব ভবন ধসে কেউ হতাহত হলে তার দায় কে নেবে?


বৃহস্পতিবার কারওয়ান বাজারে টিসিবি ভবন মিলনায়তনে কারওয়ান বাজারের কাঁচাবাজার ও মার্কেট স্থানান্তরের জন্য মতবিনিময় সভা করে ডিএনসিসি।


মেয়র আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডিএনসিসির মেয়র এবং কর্মকর্তারা বক্তব্য দেওয়ার সময় বেশ কয়েকবার হইচইও করেন ব্যবসায়ীরা।


মতবিনিময় সভার শুরুতে ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। প্রায় সবাই বলেন, তারা কারওয়ান বাজার থেকে যেতে চান না। যে কোনো উন্নয়ন কাজই করা হোক, ব্যবসায়ীদের সেখানে রেখেই করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও