চাইলেই কিনতে পাওয়া যাচ্ছে না আইপিএস–জেনারেটর
দেশব্যাপী লোডশেডিংয়ের প্রভাবে বাজারে আইপিএস ও জেনারেটরের মতো পণ্যের সংকট তৈরি হয়েছে। পাইকারি ও খুচরা—উভয় বাজারে কিনতে চাইলেই এসব পণ্য পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও আইপিএস কিনতে কিছুটা বাড়তি দাম দিতে হচ্ছে। বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বিদ্যুৎ না থাকায় অনেকে আইপিএস দিয়ে ঘরে বাতি ও পাখা চালাতে চান। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা কিনতে চাইছেন জেনারেটর। অবশ্য জেনারেটর ব্যক্তিমালিকানায় না কিনে অনেকে যৌথ বিনিয়োগে কেনেন। আইপিএস এমন একটি যন্ত্র, যা শক্তি সঞ্চিত করে রাখতে পারে।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে সাধারণ মানের একটি আইপিএসের দাম ১৫ হাজার থেকে শুরু করে ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে এখন আইপিএস কিনতে অধিকাংশ ক্ষেত্রে গেলে আগে ক্রয়াদেশ দিতে হচ্ছে। চাহিদা বেশি হওয়ার সাধারণ মানের আইপিএসের দাম বেড়েছে অন্তত ২ থেকে ৫ হাজার টাকা। রহিম আফরোজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের তৈরি আইপিএসের দাম ২১ হাজার ৫০০ টাকা থেকে ৭ লাখ ২২ হাজার টাকার মধ্যে।