চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১২:২১
অ্যাপল নিয়ে এলো তাদের নতুন হেডসেট। এবার এই হেডসেট ব্যবহার করতে স্ত্রিনে ট্যাব করা বা সোয়াপ করতে হবে না। চোখের ইশারাতেই কাজ সেরে নিতে পারবেন। এমনকি কব্জি ঘুরিয়ে অ্যাপের কাজ করতে পারবেন। কিংবা ভয়েস কমান্টেও কাজ চালাতে পারবেন হেডসেটে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ‘ভিশন প্রো’ নামে এ হেডসেটির মোড়ক উন্মোচন করলো। আইফোন নির্মাতা সংস্থার পক্ষ থেকে আগেই জানান হয়েছিল এই পণ্যটি আসলে একটি ‘স্পেশাল কম্পিউটার’, ডিজিটাল এবং ফিজিক্যাল পৃথিবীকে মিশিয়ে দিতে চলেছে।
অ্যাপলের সিইও টিম কুক বলেন, ‘কম্পিউটিং যুগে আজ একটি নতুনের সূচনা হল। ঠিক যেমন ম্যাক পার্সোনাল কম্পিউটিংকে, আইফোন মোবাইল কম্পিউটিংকে পথ দেখিয়েছে, তেমনই অ্যাপল ভিশন প্রো স্প্যাশিয়াল কম্পিউটিংয়ের অগ্রদূত।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন পণ্য
- ভিআর হেডসেট
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে