সিউলে নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন স্যামসাংয়ের

বণিক বার্তা প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১২:১৮

প্রথমবারের মতো সিউল থেকে নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। গ্যাংনামের কোয়েক্স কনভেনশন সেন্টারে ২৬ জুলাই আয়োজিত হবে উন্মোচন অনুষ্ঠান। এর মাধ্যমে স্মার্টফোনের জগতে নতুন আদর্শ স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড।  


প্রায় এক দশক ধরে স্যামসাং নতুন ফোনের উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০১০ সালের মার্চে প্রথম আসর আয়োজিত হয় লাস ভেগাসে। তারপর নিউইয়র্ক, লন্ডন, বার্লিন ও বার্সেলোনায় আয়োজিত হয় উন্মোচন অনুষ্ঠান। স্যামসাংয়ের প্রধান রোহ তাই মুন দাবি করেছেন, ফোল্ডেবল ঘরানার স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং নতুনত্বকে প্রাধান্য দেয়ার দর্শনকে লালন করে। ভবিষ্যতের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এটি। সিউলে অনুষ্ঠানের আয়োজন করাটা একই সঙ্গে শহর ও ফোনের জন্য গুরুত্বপূর্ণ। সিউল আবিষ্কার ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে সাম্প্রতিক দিনগুলোয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও