You have reached your daily news limit

Please log in to continue


তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা

জ্যৈষ্ঠের তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার তীব্র গরমে দেশের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে রয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ ছাত্রী। এর আগের দিন কুমিল্লার দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে এক ছাত্রীর মৃত্যু হয়। এক দিন পরই গতকাল ওই ছাত্রীর বিদ্যাপীঠ গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ৩টি উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীর প্রচণ্ড গরমে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ জন ও নোয়াখালীর চাটখিলে তীব্র গরমে দুই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের অসুস্থতাজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার এক দিনের জন্য মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অবশ্য আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় স্কুল শিক্ষার্থীরা মূলত তিন দিনের ছুটি পেতে যাচ্ছে।

তাপদাহের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের দাখিল স্তরের সব মাদ্রাসাও আজ বন্ধ থাকবে। বুধবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় চার দিন বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। আজ এর শেষ দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন