ত্বকের উজ্জ্বলতায় কফির মাস্ক
সমকাল
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১৫:০১
কফি পানে শরীর ফুরফুরে হয়, তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়াও কফি পানে রয়েছে নানা উপকারিতা। কফি ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান ত্বকের সুস্থতা বজায় রাখে। কফি ব্যবহারে ত্বকের ফোলাভাব ও কালো দাগ দূর হয় , রক্তসঞ্চালণ বাড়ে। ত্বকে কফি ব্যবহারে যেসব উপকারিতা হয়-
কফি ও মধু : কফি ও মধুর মিশ্রণ ত্বকে ময়েশ্চারাইজ করে। সেই সঙ্গে ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।
করণীয় : একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ কফি ও ১ টেবিল চামচ মধু মেশান। এখন মুখে ও চোখের চারপাশ দিয়ে হালকা করে ঘষুন। ২০ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- কফি
- মাস্ক
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি