
গরমে অসুস্থ পরাণ বন্দোপাধ্যায়
ক্যালেন্ডার বলছে, তার বয়স এখন ৮৩ চলছে। অথচ এই বয়সেও থামতে নারাজ তিনি। সিনেমা ও টিভি পর্দার কাজে নিজেকে জিইয়ে রেখেছেন। নাম তার পরাণ বন্দ্যোপাধ্যায়।
কলকাতার কিংবদন্তি এ অভিনেতার অসামান্য ত্যাগের একটি নজির প্রকাশ্যে এসেছিল কয়েক দিন আগে। তবে বয়সের ভাটা কিছুটা পড়ল এই অভিনেতার।
গরমের তীব্রতা সইতে না পেরে টালিউডের বর্ষীয়ান এই অভিনেতা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। বাঁধিয়েছেন সর্দি-কাশি। ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য অভিনেতা নিজেই জানিয়েছেন।
পরাণ বন্দোপাধ্যায় বলেন, চিকিৎসক আমাকে ১০ দিন টানা বিশ্রামে থাকতে বলেছেন। কথা বলা নিষেধ। সেই মতোই আপাতত বাড়িতে। কাশি রয়েছে। গলা বেশ ধরা। তাই বিশ্রাম, ওষুধের পাশাপাশি নিয়মিত ভেপার নিচ্ছি। আশা করা যায় শিগগিরই সুস্থ হয়ে যাব।