কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কে হচ্ছেন ঘসেটি বেগম, জয়া নাকি স্বস্তিকা?

আরটিভি পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ২৩:০৯

বাংলা বিহার এবং ওড়িশার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে নবাবজাদী মেহের উন নিসা বেগম। যিনি ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত। সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার খালা হন তিনি।


১৭৫৭ সালে ঘসেটি বেগম ছিলেন বাংলার অন্যতম প্রভাবশালী নারী। কথিত আছে, সেই সময়ের পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজউদ্দৌলা। আর তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরকে সাহায্য করেছিলেন এই ঘসেটি বেগম।


আর এ কারণেই ঘসেটি বেগমের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ তকমা যুক্ত করেন অনেকে। তবে এক পর্যায় নিজের অজান্তে তিনিও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন।


এবার সেই ঘসেটি বেগমের জীবনী বড় পর্দায় নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অর্জুন দত্ত। আর এই বায়োপিকেই অভিনয়ের গুঞ্জন উঠেছে জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জি। এ দিকে চরিত্রটির জন্য পাওলি দামের নামও উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও