 
                    
                    বাঁধ গুঁড়িয়ে দেওয়া নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ
ইউক্রেনের খেরসনে গুরুত্বপূর্ণ একটি বাঁধ ধসে যুদ্ধাঞ্চলসহ আশপাশের বিশাল অংশ প্লাবিত হয়েছে। বাঁধটি ধ্বংস করার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দায়ী করেছে। গতকাল মঙ্গলবার এই বাঁধ ধসের ঘটনায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
খেরসন অঞ্চলের নিপ্রো নদীতে নোভা কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রটি নির্মিত। এই নদী রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীকে আলাদা করেছে। যুদ্ধ শুরুর পর থেকে কাখোভকা বাঁধটি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।
বাঁধটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে তারা। তবে রাশিয়া বলছে, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে। অবশ্য রাশিয়ার নিয়োগ করা কয়েকজন কর্মকর্তা বাঁধটি নিজ থেকে ধসে পড়েছে বলে জানিয়েছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                