কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহীদের রক্তে লেখা ছয় দফা

সমকাল তোফায়েল আহমেদ প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০১:৩১

প্রতি বছর ঐতিহাসিক ৭ জুন তথা ‘ছয় দফা দিবস’ আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি। এ বছর ৭ জুন তথা ছয় দফা দিবসের ৫৭তম বার্ষিকী। বঙ্গবন্ধুর নিঃশর্ত মুক্তি ও ছয় দফা দাবি বাস্তবায়নে ১৯৬৬-এর ৭ জুনের কর্মসূচি পালনে মনু মিয়া, মুজিবুল্লাহসহ অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল ঐতিহাসিক ছয় দফা। ছয় দফা ও ৭ জুন অঙ্গাঙ্গী জড়িয়ে আছে বিধায় জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে দিনটির গুরুত্ব অপরিসীম। পরবর্তী সময়ে ’৬৯-এর গণআন্দোলনের সূচনালগ্নে এই ছয় দফা দাবি দাঁড়ি-কমা-সেমিকোলনসহ ১১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়ে প্রবল গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তথাকথিত ‘সংখ্যাসাম্য’ বাতিল করে ‘এক মাথা এক ভোট’ দাবি ও জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসনের হিস্যা আদায় করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ’৭০-এর ঐতিহাসিক নির্বাচনে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক বৈধতা নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এক দফা তথা স্বাধীনতা অর্জন করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও