সুদানে সহিংসতা বাড়ছে, থামার কোনও লক্ষণ নেই
সুদানে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুই পক্ষের মধ্যে সহিংসতা বাড়ছে। এরই মধ্যে খাদ্য ও ওষুধ সংকটে পড়া অধিবাসীদের জন্য আরও দুর্ভোগ বয়ে আনছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি।
মঙ্গলবার সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে আকাশ এবং স্থলপথে সংঘর্ষ হয়েছে। লড়াইয়ে রাজধানীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অধিবাসীরা লড়াই, বিমান হামলা এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে আছে।
সোমবার রাতভর গোলা এবং বিমান হামলা চলেছে। দক্ষিণ, পূর্ব খার্তুম এবং উত্তরাঞ্চলীয় বাহরি তে মঙ্গলবার সকালে গোলা এবং বন্দুকযুদ্ধর আওয়াজ শোনা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গৃহযুদ্ধ
- সহিংসতা