নিউইয়র্কে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) মালিকানাধীন রুজভেল্ট হোটেল ইজারা দিয়েছে পাকিস্তান সরকার। নিউইয়র্ক নগর প্রশাসনের কাছে তিন বছরের জন্য এই হোটেল ইজারা দিয়েছে ইসলামাবাদের কর্তৃপক্ষ।
গালফ নিউজের সংবাদে পাকিস্তানের রেল ও বিমানমন্ত্রী খাজা সাদ রফিককে উদ্ধৃত করে বলা হয়েছে, এই হোটেল ইজারা দিয়ে পাকিস্তান সরকার ২২ কোটি ডলার পাচ্ছে।
পিআইএ নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস করপোরেশনের সঙ্গে এ লক্ষ্যে চুক্তি করেছে। সংবাদে বলা হয়েছে, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এই হোটেল অভিবাসীদের আবাসনসুবিধা দেবে। কোভিডের সময় থেকেই এই হোটেল আর্থিকভাবে টানাটানির মধ্যে আছে, এমনকি ২০২০ সালে তা বন্ধও হয়ে গিয়েছিল।