![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/06/06/social/1686024115.1.jpg)
সৌদি আরবে আজ দূতাবাস চালু করছে ইরান
সৌদি আরবে মঙ্গলবার (৬ জুন) আবারও দূতাবাস চালু করছে ইরান। দেশটির রাজধানী রিয়াদে নতুন করে ইরানের এ দূতাবাস উদ্বোধন করা হবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ সময় সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন কূটনীতিক উপস্থিত থাকবেন।
তবে সৌদি আরব ঠিক কবে তেহরানে পুনরায় দূতাবাস চালু করবে অথবা কাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য জানা যায়নি। ইরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে আলিরেজা এনায়াতির নাম ঘোষণা করে।