দীপুর চাওয়া এখন মানসিকভাবে আরও শক্ত হওয়া
একদিনে অনেকটুকু বদলে গেছে শাহাদাৎ হোসেন দীপুর জীবন। ঘরোয়া লিগে অনেকদিন ধরেই পরিচিত নাম, ছিলেন ‘এ’ দলেও।
কিন্তু টেস্ট দলের ডাক পাওয়া সবকিছুর চেয়ে আলাদা। গতকাল সন্ধ্যা অবধিও ওই খবর জানতেন না দীপু। অথচ সোমবার তার দিন কেটেছে জাতীয় দলের ক্যাম্পে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে পেসার মুশফিক হাসানের সঙ্গে নতুন মুখ দীপু। তিনি তাই ক্যামেরার লেন্সের সবচেয়ে আরাধ্য ছিলেন। এরপর কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গেও।
চট্টগ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে বলছিলেন, ‘খুশি তো লাগবে এটা স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও একই। ডে বাই ডে আরও যেন উন্নতি করতে পারি, সেটাই চিন্তা করছি। ’
জাতীয় দলে টিকে থাকা সহজ ব্যাপার না। ঘরোয়া লিগের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের পার্থক্য দীপু টের পেয়েছেন ‘এ’ দলের হয়ে খেলে। এখন টিকে থাকতে তার নজর কোথায়? দীপু জানালেন শক্ত হতে চান মানসিকভাবে।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- শাহাদাত হোসেন দিপু