বিশ্বকাপ খেলার স্বপ্নটা এখনো দেখেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো এখনো স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। পর্তুগালের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে নামার। বয়স ৩৮ হয়ে গেছে। কিন্তু জাতীয় দল নিয়ে নিজের মধ্যে স্বপ্নটা জারি রেখেছেন তিনি। সিঙ্গাপুরে গিয়ে সেই স্বপ্নের কথাটিই জানিয়েছেন সবাইকে।
২০২২ বিশ্বকাপের পর্তুগালকে নেতৃত্ব দিয়েছিলেন স্বপ্ন নিয়ে। দারুণ একটা দল নিয়ে গিয়েও কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে পর্তুগালের পথচলা। রোনালদো অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে মাঠের বাইরে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোস। ডাগআউটে বসে থাকা রোনালদোর সেই দৃশ্যকে অনেকেই ফুটবলের একটা অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখছিলেন।
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে একই দৃশ্য। যদিও সে ম্যাচে শেষের দিকে মাঠে নেমেছিলেন। কিন্তু পর্তুগাল হেরে যায় ১-০ গোলে। ম্যাচ শেষে টানেল দিয়ে রোনালদোর অশ্রুসজল বিদায় আক্ষরিক অর্থেই একটা যুগের সমাপ্তি হিসেবে ধরা হয়েছিল। তবে বিশ্বকাপের পর রোনালদো যেন আবারও নিজেকে নতুন করে খুঁজে নিয়েছেন পর্তুগাল দলে। নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাঁকে ঘিরেই সাজাচ্ছেন জাতীয় দলের পরিকল্পনা।