কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে ভাবনায় টেস্ট স্কোয়াডে পাঁচ পেসার

সমকাল প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১২:৩১

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৭৩ রানের ইনিংস খেলার পরই শাহাদাত হোসেন দিপুকে টেস্ট দলে নেওয়ার ইচ্ছা পোষণ করেন জাতীয় দল নির্বাচকরা। ম্যাচের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেছিলেন মিডলঅর্ডারে। ১২৪ বলে ৭৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৮ বলে ৫০ রান করেন। পরের ম্যাচে ৩ ও অপরাজিত ২০ রান করা টেস্ট দলে সুযোগ পাওয়া বাধা হতে পারেনি। 


চন্ডিকা হাথুরুসিংহেও ২১ বছর বয়সী এ ব্যাটারকে নেওয়ার ব্যাপারে আপত্তি তোলেননি। বরং ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহানদের পরিবর্তন একজন নতুন মুখ দলে পেয়ে খুশি কোচ। আফগানিস্তানের বিপক্ষে ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় একমাত্র টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দিপুর মতো পেসার মুশফিক হাসানের সুযোগ পাওয়াও চমক। এই দুই নতুন মুখ ছাড়াও ঘরের মাঠে টেস্টে বড় চমক মনে করা হচ্ছে পাঁচজন পেসার দলে রাখা। গ্রীষ্মের খর রোদে পেস বোলিংনির্ভর টেস্ট দল সাজানোর পেছনে গরমে ইনজুরিভীতি কাজ করেছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও