চীনের অর্থনীতি পুনরায় চাঙা করা যেসব কারণে সহজ হবে না
কোভিড-উত্তর সময়ে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বিশ্বকে নাড়িয়ে দেবে, এমন ধারণাই করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, দেশটির পুনরুদ্ধার এখন পর্যন্ত দুর্বল প্রকৃতির। শুরুতে মানুষের কিছু পুঞ্জীভূত চাহিদার বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে বেচাকেনা বেড়েছিল, কিন্তু এপ্রিল মাসের পরিসংখ্যান আশাজনক নয়।
পরিণামে চীনের স্টক মার্কেটের সূচক পয়েন্ট হারিয়েছে; সরকারি বন্ডের সুদহার কমেছে ও মুদ্রার দরপতন হয়েছে।
দ্য ইকোনমিস্টের সংবাদে এই পরিস্থিতির যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলো মূলত অভ্যন্তরীণ।
কথা হচ্ছে, মে মাসে চীনের অর্থনৈতিক পরিসংখ্যানের উন্নতি হবে কি? মাসের শেষ দিনে দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস পারচেজিং ম্যানেজার্স ইনডাইসেস বা পিএমআই প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, গত মাসে দেশটির সেবা খাতের প্রবৃদ্ধির হার আরও কমেছে এবং উৎপাদন কার্যক্রম টানা দ্বিতীয় মাসের মতো হ্রাস পেয়েছে।