চ্যালেঞ্জিং হলেও মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন সম্ভব
২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি, এমন আলোচনা-সমালোচনা রয়েছে সর্বত্র। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি চ্যালেঞ্জিং হলেও এ ব্যাপারে সরকার যে লক্ষ্য নিয়েছে, তা অর্জন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যপূর্ণ ও আশাবাদী হওয়ার মতো বাজেট হিসেবেও অভিহিত করেন।
বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয় আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল শনিবার আতিউর রহমান বাজেটের প্রশংসাই করেছেন বেশি। নতুন বাজেটে গরিব মানুষের জন্য বাড়তি কিছু না থাকলেও সামাজিক সুরক্ষাসহ নানাভাবে চলমান সুবিধাগুলো যে কমানো হয়নি, সেটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে ধরে রাখার লক্ষ্য চ্যালেঞ্জিং মনে হচ্ছে। তবে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব। কারণ, ইতিমধ্যে বিশ্ববাজারে পণ্যমূল্যের দাম কমতে শুরু করেছে।