You have reached your daily news limit

Please log in to continue


ঋণের ফাঁদে আটকা পড়ছে মালয়েশিয়ার তরুণরা

ঋণের জালে আটকে পড়ছে তরুণ মালয়েশিয়ানরা। এর প্রধান কারণ হলো বেকারত্ব ও কম বেতন। গত বছর প্রকাশিত দুটি গবেষণার উদ্ধৃতি দিয়ে দেশটির একজন অর্থনীতিবিদ এ কথা বলেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

২০২২ সালের শেষ প্রান্তিকের শ্রম বাজার পর্যালোচনা এবং একই বছরের বেতন ও মজুরি সমীক্ষা রিপোর্ট দেখায়, ২৫-৩৪ বছর বয়সীদের মধ্যে মোট বেকারত্ব ছিল ৩২ শতাংশ।

রিপোর্ট উদ্ধৃত করে মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমইউএসটি) জিওফ্রে উইলিয়ামস বলেন, এই বয়সীদের বড় অংশের গড় আয় ছিল দুই হাজার ৫৩ রিংগিট। কারো কারো দুই হাজার রিংগিটের নিচে। যা জীবনধারণ ব্যয়ের জন্য অপ্রতুল।

আরো বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে চলতি বছর কুয়ালালামপুরের একজন ব্যক্তির মজুরি প্রায় ৩ হাজার ৮৯ রিংগিট হওয়া উচিত। দম্পতিদের জন্য হবে পাঁচ হাজার ১৪৯ রিংগিট।

নিম্ন আয় ও বেকারত্বের কারণে দেশটির তরুণরা উচ্চ ঋণে জড়িয়ে পড়ছে। তাদের অনেকেই ঋণ পরিশোধে অক্ষম বলে ঘোষণাও দিচ্ছে। সাধারণত এ সব ক্ষেত্রে ব্যাংক ঋণ নেয়ার প্রবণতা বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন