খাইবার পাখতুনখোয়ায় ভয়াল বন্যায় দুই শতাধিক মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক জেলায় শুক্রবার বন্যার পানির তোড়ে সড়ক, সেতু, ভবন, বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে; মারা গেছে দুই শতাধিক মানুষ।


ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলা অবস্থায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, প্রদেশে সাতটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের বেশিরভাগ ঘটেছে সোয়াত জেলায়। তিনটি স্কুল ধ্বংস হয়েছে এবং আরও তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর এসেছে।


পিডিএমএ জানিয়েছে, প্রদেশের বিভিন্ন এলাকায় ২১ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।


ডন লিখেছে, সোয়াত, বুনের, শাঙ্গলা, বাজাউর, লোয়ার দির, বাটাগ্রাম ও মানসেহরা জেলায় মৃত্যু ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির এসব ঘটনা ঘটেছে।


এদিকে উদ্ধার তৎপরতা চালানোর সময় এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাঁচজনের সম্মানে শনিবার একদিনের শোক ঘোষণা করেছে খাইবার পাখতুনখোয়া সরকার। প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও