
রোজ অফিসে 6 ঘণ্টাই কাটে বাথরুমে! চাকরি হারিয়ে আদালতের দ্বারস্থ কর্মী
eisamay.com
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১৩:৪৪
অফিসের ঢুকে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন বাথরুমে। আট-নয় ঘণ্টার অফিসে ছয় ঘণ্টাই থাকতেন বাথরুমে। আর তাতেই চাকরি হারালেন এক কর্মী। আদালতের দ্বারস্থ হয়েও কি ফিরে পেলেন চাকরি?
দৈনন্দিন ঘন ঘন বাথরুমে যাওয়ার অভ্যেস অনেকেরই রয়েছে। বিশেষ করে শারীরিক কোনও সমস্যা থাকলে শৌচাগারে যাওয়ার দরকার পড়ে বই কী! তা বাড়িতেই হোক কিংবা অন্য কোথাও, প্রয়োজন হলে বাথরুমমুখী হতে হয় সকলকেই। কিন্তু কর্মস্থলে দীর্ঘক্ষণ বাথরুমে কাটালে কিন্তু চাকরি নিয়ে শুরু হতে পারে টানাটানি। যেমনটা হয়েছে এক কর্মীর সঙ্গে। যিনি অফিসে কাজের সময়ে 6 ঘণ্টা কাটিয়ে দিতেন বাথরুমে। যার জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকী ক্ষুদ্ধ ওই কর্মী আদালতের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা পাননি। সম্প্রতি সেই খবর নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল