You have reached your daily news limit

Please log in to continue


অগমেন্টেড রিয়েলিটি গ্লাস উন্মোচন অপোর

অগমেন্টেড ওয়ার্ল্ড এক্সপো (এডব্লিউই) ২০২৩-এ এক্সআর খাতে এমআর গ্লাস ডেভেলপার এডিশন উন্মোচন করেছে অপো। নতুন ডিভাইসটির ভেতর ও বাইরে রয়েছে সর্বশেষ প্রযুক্তি, যা কিনা নিত্যনতুন চমকপ্রদ এমআর অভিজ্ঞতা তৈরি করতে ডেভেলপারদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে।

স্ন্যাপড্রাগন এস্কআর২+ প্লাটফর্ম দ্বারা চালিত, অপো এমআর গ্লাসের মালিকানাধীন ‘সুপারভিওওসি’ দ্রুত চার্জিং এবং হৃৎপিণ্ডের গতি শনাক্তকরণ ফিচার ব্যবহার করা হয়েছে। ত্বকের ক্ষতি হবে না, এমন উপাদান দিয়ে তৈরি অপো এমআর গ্লাসে রয়েছে বাইনোকুলার ভিপিটি (ভিডিও পাস থ্রু) প্রযুক্তি, ডুয়াল ফ্রন্ট আরজিবি ক্যামেরা, প্যানকেক লেন্স এবং ১২০ হার্জের হাই রিফ্রেশ রেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন