You have reached your daily news limit

Please log in to continue


প্রতি বস্তা সিমেন্টে দাম বাড়বে ১৫ টাকা: বিসিএমএ ভাইস প্রেসিডেন্ট

প্রস্তাবিত বাজেটে সিমেন্ট তৈরীর প্রধান কাঁচামাল ক্লিংকারের আমদানি শুল্ক ৫০০ থেকে ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে সরকার। এটি কার্যকর হলে বাজারে ৫০ কেজি ওজনের প্রতি ব্যাগ সিমেন্টের দাম ১৫ টাকা বেড়ে যাবে বলে জানিয়েছেন সিমেন্ট খাতের উদ্যোক্তারা।

তারা বলছেন, এমনিতেই ডলার সংকটের কারণে সিমেন্ট ক্লিংকার আমদানি কমে গেছে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকের বেশি। এমন সংকটকালীন সময়ে কাঁচামালে বাড়তি শুল্ক আরোপ এই সেক্টরকে আরো সংকটে ফেলে দেবে।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশন (বিসিএমএ) এর ভাইস প্রেসিডেন্ট এবং মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল্লাহ টিবিএসকে বলেন, "ডলার সংকটের কারণে এমনিতেই চাহিদার ৪০ শতাংশের বেশি সিমেন্ট ক্লিংকার আমদানি করতে পারছি না। এমন সংকটের মধ্যে সরকার টন প্রতি সিমেন্ট ক্লিংকার আমদানিতে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। এর প্রভাবে ৫০ কেজি সিমেন্টে উৎপাদন খরচ ১৫ টাকা বেড়ে যাবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন