
মেকআপের পর মাকে চিনতেই পারল না ছেলে, মুখ দেখে কেঁদে ভাসাল খুদে! দেখুন ভিডিয়ো
eisamay.com
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১০:০৬
বেশ সুন্দর করে সাজুগুজু করেছে মা। নীল লেহেঙ্গার সঙ্গে মানানসই মেকআপ। রয়েছে গা ভর্তি গয়নাও। কিন্তু মেকআপ করা অবস্থায় মাকে যে চিনতেই পারল না একরত্তি। ফলে মাকে দেখে ছেলে জুড়ল কান্না। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিয়ো।
মায়ের সঙ্গে সন্তানের নারীর টান। কথায় বলে, মা আর সন্তানের বন্ধন যেন পৃথিবীর কোনও কিছুই আলগা করতে পারে না। কিন্ত মাকেই যে চিনতে পারল না এক শিশু। আসলে খুদে সন্তানেরই বা দোষ কী! মায়ের চেনা মুখ যে সে দেখতে পাইনি। তাই সাজুগুজু অবস্থায় মাকে দেখে শিশু জুড়ে দেয় কান্না। তবে মায়ের আদরেই শেষ পর্যন্ত শান্ত হয় শিশু। সম্প্রতি এমনই এক মিষ্টি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনিও।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল