
শিফন শাড়িতে উষ্ণ পারফরম্যান্স! 'লাগা প্রেম রোগ' গানে যুবতীর নাচ কাপিঁয়ে দিল নেটপাড়া
eisamay.com
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১০:০৫
উন্মুক্ত পেট, খোলা চুল। পরনে সবুজ সিফন শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ। আর 'লাগা প্রেম রোগ' গানের সঙ্গে শরীরী আবেদনের ডান্স মুভমেন্ট। নেটদুনিয়ায় ঝড় তুলেছে এক তরুণীর এমনই নাচের ভিডিয়ো। আপাতত নেটপাড়া মগ্ন সেই নাচেই।
2005 সালে মুক্তিপ্রাপ্ত ম্যায়নে প্যায়ার কিউ কিয়া সিনেমার 'লাগা প্রেম রোগ' গানটি বলিউডে প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে সুস্মিতা সেনের নাচ বেশ মনে ধরেছিল দর্শকদের। আজও নেটদুনিয়া জুড়ে এই গানের রিলের ছড়াছড়ি। এবার সেই গানেই কোমর দোলাতে দেখা গিয়েছে আরও এক তরুণীকে। কিছুদিন আগে আলিশা নামের এক তরুণী গানটির সঙ্গে নাচ করে সকলের নজর কেড়েছেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল