কংগ্রেসের নিম্নকক্ষে যুক্তরাষ্ট্রের ঋণসীমা স্থগিতের বিল পাস

দেশ রূপান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০১ জুন ২০২৩, ২০:০৪

নানা অনিশ্চয়তার পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভস যুক্তরাষ্ট্রের ঋণসীমা স্থগিতের বিল অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩০ মে) রাতে নিম্নকক্ষে ভোটাভুটির মধ্য দিয়ে সহজেই এ বিল পাস হয়।


বৃহস্পতিবার (০১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রাতে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের এ ভোটাভুটিতে ঋণসীমা স্থগিতের পক্ষে ভোট দেন ৩১৪ জন আইনপ্রণেতা। অপরদিকে এর বিপক্ষে ভোট দেন ১১৭ জন।


বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটি ঋণ খেলাপি হওয়ার মাত্র কয়েক দিন আগে কংগ্রেসের কাছ থেকে আরও অর্থ ধার করার এ অনুমতি পেল। এখন বিলটি চুড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে যাবে। এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে এটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও