You have reached your daily news limit

Please log in to continue


শিরোপা হারালেও মেসির মতো কীর্তি দিবালার

ফিফা উইন্ডোতে চলতি জুনেই এশিয়া সফরে আসছে লিওনেল মেসিদের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের কারণে সেই দলে পাওলো দিবালার জায়গা হয়নি। অথচ পুরো ফিট না থাকা সত্ত্বেও গতকাল ইউরোপা লিগের ফাইনালে খেলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কেবল খেলেই শেষ নয়, দলের জন্য গুরুত্বপূর্ণ গোলও করেছেন। তবে দিবালার সেই গোল শেষ পর্যন্ত রোমার জয়ের জন্য যথেষ্ট ছিল না। সেভিয়ার কাছে জোসে মরিনিওর রোমা হেরে গেছে ট্রাইবেকারে।

অল্পের জন্য শিরোপা খোয়ালেও, এদিন দিবালা একটি কীর্তি গড়েছেন। ২০১১ সালের পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ইউরোপের কোনো ক্লাব টুর্নামেন্টের ফাইনালে গোল করলেন তিনি। এর আগে আর্জেন্টাইন অধিনায়ক মেসি ২০১১ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন। তারপর আর কোনো আর্জেন্টাইন ফুটবলার ওই কীর্তি অর্জন করতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন