কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেখ হাসিনাকে ফোন করে সম্পর্ক বাড়ানোর কথা বললেন এরদোয়ান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৪:৩১

তৃতীয় দফায় তুরস্কের হাল ধরার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফোন করেছেন প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তায়িপ এরদোয়ান।


বুধবার রাত সোয়া ১১টায় ফোনালাপে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে বাসস জানিয়েছে, এরদোয়ান ফোন করে বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন। ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান শেখ হাসিনা। তুরস্কের জনগণ সঠিক নির্বাচন করায় আনন্দ প্রকাশ করেন তিনি।


গত ফেব্রুয়ারিতে তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, সেভাবেই তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে অবিচল থাকার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।


অপরদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তুরস্কের উল্লসিত জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণ মানসিকভাবে শামিল হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছাপোষণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও