মানুষ মোস্তফা কামাল সৈয়দ

kalbela.com শৌর্য দীপ্ত প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১০:৩৭

টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ পরিচত মুখ। তাকে পরিচিত করে লেখার কিছু নেই। এই লেখার শিরোনাম  হওয়া উচিত ছিল আমার দেখা মোস্তফা কামাল সৈয়দ। কিন্তু আমার দেখা তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। আভিধানিক সংজ্ঞা অনুযায়ী মনুষ্যত্বের যতগুলো গুনাবলি থাকা দরকার তার কোনোটাই তার মধ্যে অনুপস্থিতি তো ছিলই না বরং তিনি মনুষ্যত্ববোধের নতুন কিছু সংজ্ঞা তৈরি করেছেন। যেগুলো এই লেখায় আপনারা পেয়ে যাবেন আশা করি।


মোস্তফা কামাল সৈয়দের সঙ্গে আমার প্রথম পরিচয় হঠাৎ নয়। দেখা হয়েছে কাজের মাধ্যমেই। এনটিভিতে কাজ পাওয়া কখনোই খুব সহজ ছিল না। গুণগতমান যাচাই-বাছাই ডিরেক্টরদের স্কিল বিবেচনায় কাজ বণ্টন করা হয়ে থাকে। এর আগে আমার রচনা ও পরিচালনায় রুবি রায় নামে একটি মাত্র নাটক এনটিভিতে প্রচার  হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও