
ভারতে ‘সুপারফাস্ট’ ট্রেন চালু
প্রথম আলো
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৭:০৬
ভারতে ‘সুপারফাস্ট’ ট্রেন চালু
ইতিহাসের এই দিনে ভারতের বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে পুনে পর্যন্ত যাত্রী পরিবহনে চালু হয় দেশটির ‘প্রথম সুপারফাস্ট ট্রেন’ডেকান কুইন এক্সপ্রেস। ভারতের বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে পুনে পর্যন্ত যাত্রী পরিবহনে ট্রেনটি চালু হয়। প্রথম যাত্রা ছিল ১৯৩০ সালের এই দিনে। ভারতে চলাচলকারী প্রথম সুপারফাস্ট বা দ্রুতগতির ট্রেন ছিল এটি। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলে এই ট্রেন।
উত্তরের চৌম্বকীয় মেরু আবিষ্কার
উত্তর মেরুর চৌম্বকীয় অংশ আবিষ্কৃত হয় ১৮৩১ সালের এই দিনে। আবিষ্কার করেন ব্রিটিশ অভিযাত্রী জেমস ক্লার্ক রস ও তাঁর দলের সদস্যরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইতিহাসের এই দিনে