![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Ftangail-20230531180110.jpg)
ধুনটে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনটে মানাস নদীতে ডুবে তানভীর হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
তানভীর হাসান ওই গ্রামের আল আমিনের ছেলে। গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন জানান, তানভীররা কয়েকদিন আগে পারনাটা বাড়ি গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে তানভীর নানা বাড়ির উঠানে খেলছিল।