যুক্তরাষ্ট্রের ট্রেজারির নগদ অর্থের চেয়ে বেশি সম্পদের মালিক ৩১ ধনকুবের
সর্বোচ্চ ঋণসীমা নিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকা নগদ অর্থের চেয়ে বেশি পরিমাণ অর্থ আছে ৩১ জন ধনকুবেরের কাছে। এ তালিকায় থাকা ধনীদের মধ্যে ফ্যাশন মোগল বার্নার্ড আর্নল্টের সম্পদের মূল্য ১৯ হাজার ৩০০ কোটি ডলার, টেসলার মালিক ইলন মাস্কের ১৮ হাজার ৫০০ কোটি ডলার, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের মূল্য ১৪ হাজার ৪০০ কোটি ডলার।
এ তালিকায় আরও আছেন ডেল টেকনোলজির প্রধান নির্বাহী মাইকেল ডেল, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।