
প্রেমে ধোঁকা খেলে সিঙারার দাম ₹10, প্রেমিক-প্রেমিকা হলেই রেট 15! কোথায় এই 'বেওয়াফা' দোকান?
প্রেমিক-প্রেমিকাদের জন্য সিঙারার এক দাম। আবার প্রেমে আঘাত পেলে আরেক রকম। যেমন ধরুন প্রিয় মানুষটির সঙ্গে সুখী থাকলে আপনাকে সিঙারা 15 টাকায় কিনতে হবে। আবার যদি 'ব্রেকআপ' হয় এবং আপনি যদি প্রেম ভাঙার বিশ্বাসযোগ্য কাহিনি বলতে পারেন তাহলে সেই একই সিঙারাই পেয়ে যাবেন 10 টাকায়। খানিকটা অদ্ভূত শোনালেও এমনই এক সিঙারার দোকান চলছে রমরমিয়ে। ইতিমধ্যে সেই সিঙারার দোকানের আজব নিয়মের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আজকাল দেশের আনাচে কানাচে হরেক রকম চায়ের দোকানের খোঁজ পাওয়া যায়। কোথাও এমবিএ চাওয়ালা, আবার কোথাও ফেক চাওয়ালা। আর এবার এক অদ্ভূত সিঙারার দোকান বেশ জনপ্রয় হয়ে উঠেছে। যেখানে প্রেমে দুঃখ পেয়ে কেউ গেলে মিলবে কম দামে সিঙারা। আবার প্রেমে হাবুডুবু খেতে খেতে যদি প্রেমিক- প্রেমিকারা সিঙারা খেতে চান তাহলে সেই সিঙারাই কিনতে হবে খানিকটা বেশি দামে। ভাইরাল দুনিয়ার শিরোনামে জায়গা করে নিয়েছে অদ্ভূত নিয়মের সিঙারা দোকানটি।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল