ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৪:২৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন, অন্য কোনো সরকার তা করেনি।’


আজ মঙ্গলবার ঢাকায় ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করেছে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সত্যিকারের পরহেজগার মানুষ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে মদ-জুয়ার অপসংস্কৃতি থেকে রক্ষা করেছেন।


সাবেক দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচএম এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মুলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও