কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিসিএসে দীর্ঘসূত্রতায় অনিশ্চয়তায় প্রার্থীরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১২:৪৩

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রায় সাড়ে তিন বছর পরও এর চূড়ান্ত ফল প্রকাশ হয়নি। প্রায় প্রতিটি বিসিএসের প্রক্রিয়া শেষ করতেই কমবেশি এমন সময় লাগছে। এই বৃত্ত থেকে বের হতে পারছে না পিএসসি। তিন বছরের চক্করে নিয়োগপ্রত্যাশীরা ভবিষ্যৎ নিয়ে ভুগছেন অনিশ্চয়তায়। ফলাফলের অপেক্ষায় থেকে কারও পেরিয়ে যাচ্ছে সরকারি চাকরিতে ঢোকার বয়স।


১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল গত বছর প্রকাশের পর নিয়োগপ্রক্রিয়াও শেষ হয়েছে। তবে বিধি জটিলতায় ৪০তম নন-ক্যাডার নিয়োগ, ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান, ৪৩ ও ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায়।


পিএসসি বলছে, করোনা মহামারি, মৌখিক পরীক্ষার কমসংখ্যক বোর্ড ও লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে একাধিক পরীক্ষকের বিধানসহ নানা কারণে একাধিক বিসিএস আটকে গেছে। এগুলো শেষ করতে রোডম্যাপ করা হয়েছে। এর সুফল শিগগিরই পাওয়া যাবে। চলমান বিসিএসগুলো শেষ করার পরই নির্দিষ্ট সময়ে একটি বিসিএস শেষ করা সম্ভব হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও