মার্কিন ঋণসীমা বাড়ানোর বিষয়ে আজ কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভোট
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১১:৩৯
মার্কিন যুক্তরাষ্ট্রর জাতীয় ঋণসীমা স্থগিত করা এবং কেন্দ্রীয় বাজেট হ্রাসের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে আগেই ঐকমত্য হয়েছে। গতকাল মঙ্গলবার সে বিষয় একটি বড় বাধা অতিক্রম করেছে। এ–সংক্রান্ত বিলটি আজ বুধবার ভোটাভুটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে উঠবে।
দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার বিষয়টি হাউস অব রুলসে ৭-৬ ভোটে অনুমোদিত হয়েছ। ফলে, এখন তা পুরো কংগ্রেসের নিম্নকক্ষে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তবে রিপাবলিকান পার্টির দুজন সদস্য চিপ রয় ও রালফ নরম্যান পার্টির সঙ্গে দ্বিমত করে বিলের বিরোধিতা করছেন।
হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানদের কিঞ্চিৎ সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই সঙ্গে দুজন রিপাবলিকানের পার্টির সঙ্গে দ্বিমত করার ঘটনায় এটা পরিষ্কার, এই বিল পাস করাতে ডেমোক্র্যাটদের সাহায্য লাগবে।