'পিয়া তু' গানে কোমর দোলালেন বৃদ্ধা, নাচের এনার্জি টেক্কা দেবে হেলেনকেও!

eisamay.com প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৭:২৯

পরনে শাড়ি, সোয়েটার। চোখে রয়েছে চশমা। গলায় আড়াআড়িভাবে ঝোলানো ব্যাগ। বয়সের ভারে চুলে ধরেছে পাক। আর 'পিয়া তু' গান বাজতেই শুরু করলেন নাচ। বয়সকে তুড়ি মেরে দিব্যি কোমর দোলালেন বৃদ্ধা। সত্তরের দশকের বিখ্যাত গানের সঙ্গে তাঁর নাচের এনার্জি যেন টেক্কা দিতে পারে হেলেনকেও। যা দেখে থ হয়ে গিয়েছেন সকলে।


বয়স শুধুই একটি সংখ্যা মাত্র ৷ আসল রাজা তো মন ৷ আর তাই তো মন যদি চায় তাহলে বয়সকে তুড়ি মেরেই জীবনের যে কোনও আনন্দ উপভোগ করা যায়। আসলে আনন্দ জীবনের এমন এক অবিচ্ছেন্দ্য অঙ্গ যা গান, নাচ বা যে কোনও উপায়েই বহিঃপ্রকাশ হতে পারে। যদিও বয়সের সঙ্গে নাচ হয়তো একটু বেমানান শুনতে লাগতে পারে। কিন্তু শারীরিক বয়স যাই হোক না কেন, নাচের জন্য শুধু চাই মনের ইচ্ছে। যা বাস্তবে করে দেখালেন এক বৃদ্ধা। এক পারিবারিক অনুষ্ঠানে প্রিয়জনদের মাঝে মনের আনন্দে নাচতে দেখা যায় তাঁকে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও