ইউজারনেইম ও স্ক্রিন শেয়ারিং নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৬:৪০
‘ইউজারনেইম ও স্ক্রিন শেয়ারিং’সহ বেশ কয়েকটি নতুন ফিচার তৈরি করছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের ‘২.২৩.১১.১৫’ অ্যান্ডয়েড বেটা সংস্করণে ইউজারনেইম ফিচারটি চিহ্নিত করেছে ‘ডব্লিউএবেটাইনফো’, যা ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘বিশেষ ইউজারনেইম’ যুক্ত করার সুযোগ দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের সম্ভাব্য মানে দাঁড়ায়, ব্যবহারকারীরা একে অপরকে খোঁজার উদ্দেশ্যে ফোন নাম্বারের বদলে ইউজারনেইম ব্যবহার করতে পারেন। ডব্লিউবেটাইনফো’র তথ্য বলছে, ইউজারনেইম ফিচার ব্যবহার করে যেসব কথোপকথন শুরু হবে, সেগুলোতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা থাকবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে